নর্দমার ঐ কীটের মতো
নোংরা জলের তলে,
মানুষগুলো আজব রূপে
দিন রাত্রি চলে।
ধার ধারে না ন্যায়ের কোন
নীতি খেলো বিষ,
দূরাচারী বগল বাঁজায়
সুযোগে দেয় শিষ।
ভুলে গেছে চিন পরিচয়
মজে আছে রসে,
ভুলে গেছে ধরতে যে কেউ
ঘাড়ের কাছে বসে।
কুকুর বিড়াল হায়না চিতা
যেমনে শিকার ধরে,
মানুষগুলো তারও চেয়ে
অনেক বেশী করে।
পথ খেয়ে নেয় ঘাট খেয়ে নেয়
পুকুর নদী খাল,
ভরছে না পেট তবু তাদের
চালছে নিত্য চাল।
কাক খায় না কাকের মাংস
অনেক আগের কথা,
মানুষ হয়ে দিব্যি চিবোয়
আরেকজনের মাথা।