নিশ্চিত জানি কেটে যাবে মেঘ
উঠবে নতুন এক সূর্য,
নতুন করে জাগবে আবার প্রাণ
বাজিয়ে রণতূর্য।
জানি থাকবে না আর বেশি দিন
মিথ্যের আস্ফালন,
ইতিহাসে তার মিলবে না ঠাঁই
ঘটিয়ে নৈতিকতার স্খলন।
জানি খুব বেশি নয় দূরে
অপশক্তির পরাজয়,
জানি আমি নিশ্চিত পরাজয়ে
চেপে ধরেছে তারে রাজ্যের ভয়।