ইচ্ছে রাণীর ইচ্ছেটুকু
করতে পূরণ
কেচ্ছা বানাই,
যার বিয়ে তার খবর বিনে
চলছে বেজে
রংগীন সানাই।
কেচ্ছা আছে হরেক পদের
সত্য মিথ্যের
মিশেল ভরা,
চাটুকারের চটুলতায়
বাবু মশাই
খাচ্ছে ধরা।
খাচ্ছে খাবি হাঁটু জলে
যাচ্ছে ডুবে
মরা গাঙ এ,
আছিস কোথায় আছিস কেরে
নিদানের এই
রং মহলে ?