কী লিখবো আর আজকে বলো
নেই কিছু আমার কাছে,
সুর তাল আর ছন্দগুলো
কোথায় হারিয়ে গেছে।
বুকের নীচে তুষের আগুন
চোখ ভরা শুধু জল,
মনের ভেতর ব্যথার সাগর
নেই কোন তার তল।
আমার যত ছন্দ ছিল
ছিল যত সুর,
সব কিছু যে তোরই কাছে
তুই যে বহুদূর।
গাইবো কী আর আজকে আমি
তুই বিহনে হায়,
তুই বিহনে এই জীবনে
সুর রাখা যে দায়।