বিবেকের গলা টিপে ধরে যদি
মেরে ফেলতে কেউ পারো,
নষ্ট সমাজের কষ্টে পড়ে
মরতে হবে না কারো ।
হিংস্র হায়েনা লজ্জায় ঢাকে
মানুষ দেখে মুখ,
মানুষগুলো ন্যাংটা নাচে
ন্যাংটা নাচেই সুখ ।
কাঁদলো শিশু অঝোর ধারায়
ভোগবাদীদের মাঝে,
মানুষ সাজা আর কী বলো
আমার এখন সাজে?
২১/১০/২০১৮ খৃঃ