নাম নেই কেন আমার এখানে
হেনরীর শত প্রশ্ন,
প্রবাসী বলে বন্ধুরে তুই
আমার উপরে রুষ্ট?

ইমরুল আছে চুপচাপ সাথে
কায়সার তুহিনও তাই,
মেনে নেবে না হারুন কখনো    
তার মনের সব কষ্ট।    

সবাই তোরা বন্ধু আমার
তোরাই আমার ভাই,
থাকলে তোরা আমার সাথে
পাই না কোনো ভয়।        

নাম না নিলে সবাই যদি
মুখটা করিস ভার,
বন্ধু হয়ে এই পরাণে
কেমনে সেটা সয়?    

নামে বল তো কী আসে যায়
যদি না থাকিস মনে,
সব ভুলে চল যাই ছুটে যাই
দূর গহীনের বনে।