নাই রে সময় কথা বলার
বার্তা দিলাম তাই,
কেমন আছিস জানতে লিখি
হ্যালো কিংবা হাই।

থাকলে ভালো অল্প কথায়
জাস্ট লিখে দে ওকে,
এতেই অনেক খুশী হবো
জ্বালাবো না তোকে।

হাড়ি ঠেলিস, গাড়ী ঠেলিস
ঠেলিস জীবন চাকা,
হাজার জনার মাঝেও তবু
জীবনটা তোর ফাঁকা।

সবার কথা ভেবে ভেবেই
ছুটে ছুটে চলিস,
সুযোগ পেলে একটু হলেও
নিজের কথা বলিস।

ভাববি নে তুই নিজের কথা
সময় নেই তোর হাতে?
অন্ন বস্ত্রের করতে যোগান
চিন্তা করিস রাতে?

দিনের আলো ফোটার আগেই
করিস শুরু ছোটা,
তাও ছাড়ে না সুযোগটা কেউ
দিতে তোকে খোঁটা।