তপ্ত খরায় রপ্ত করি
চলতে জীবন পথ,
এই জীবনে নাই বা পেলাম
যোগ্য কোন রথ।
নাই বা পেলাম বসন ভূষণ
নাই বা পেলাম ছায়া,
জীবনটা তো দু দিনেরই
মিথ্যে ভরা মায়া।
ফুল বিছানো পথ সে তো নয়
কাঁকর বালির ঘর,
না হোক আপন এই জীবনে
থাক হয়ে সব পর।
নাই বা পেলাম দু হাত ভরে
প্রেম মমতার ডালি,
দু হাত ভরে বিলিয়ে দিয়ে
বিদায় নেবো খালি।