কি হবে করে দন্দ, কি হবে করে অভিমান
ক্ষণিকের এই খেলা, বেলা শেষে হবে অবসান।
কি হবে আর প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষে কষে,
অস্তমিত সূর্যের আলো কখনো কি আর ফিরে আসে?
তবে কেন আর এত ছোটাছুটি, কেন বা এত হাহাকার,
দম শেষে মুদিলে আঁখিযুগল পুরোটা শুধুই অন্ধকার।
পড়ে রবে সাজঘরে এলোমেলো যাবতীয় সরঞ্জাম,
যাবে না সাথে কিছুই, যশ, খ্যাতি, প্রতিপত্তি, নাম।