বলাবলির ধার ধারি না
ধারেও কোন লাভ যে নাই,
আপন কাজে মন লাগিয়ে
বুকের ভেতর সুখ যে পাই।
দূর্নীতিতে সিদ্ধ যারা
সময় তাদের বড্ড কম,
ভেতর ভেতর সদাই মরে
আসলো বুঝি ধরতে যম।
তাদের নিয়ে আমরা কেন
ঘোরাই নিজের মাথাটা,
সত্য সে তো চিরদিনের
মিথ্যে যে নয় কথাটা।
ওদের নিয়ে ভাবনা ছেড়ে
আপন কাজে দিলে মন,
দশের লাঠির বইতে বোঝা
পথ পাবে না কোনো জন।
অদৃশ্য যে ব্যধির ভয়ে
কাঁপছে তামাম দুনিয়া,
খেটে খাওয়া মানুষগুলো
পায় না তারে খুঁজিয়া।
কালো টাকার পাহাড় নিয়ে
দুর্মতিদের বসবাস,
এই ব্যধিতে মরছে তারাই
হচ্ছে তাদের সর্বনাশ।
ব্যাধি ভুলে বেরিয়ে এসো
আর থেকো না বন্দী কেউ,
শক্ত হাতে রুখতে হবে
ব্যাধি নামের মিথ্যে ফেউ।