তর্কে জানি বাড়বে তর্ক
ছুড়বে কাদা আরো,
কষ্টগুলো বাড়বে শুধু
লাভ হবে না কারো।
মেনে নিলাম দোষী আমি
সবই আমার দোষ,
কাঠগড়াতেই উঠলাম না হয়
হয়ে পাপী ঘোষ।
ভুল করেছি দোষ করছি
দোষের সীমা নাই,
লাথি ঝ্যাটা ইচ্ছে যতো
মারুক সবাই চাই।
ভালো থাকুক ভালো যারা
ভালোর জগতে,
আমি অধম হারাই এখন
আপন ভুবনে।
রইলো না কেউ আপন আমার
কিই-বা তাতে হলো,
দোষী আমি, পাপী আমি
ইচ্ছে যতো বলো।