মাঝির সাথে মাঝ নদীতে
দিলাম তুলে পাল,
ঝড় তুফানেও ধরবে মাঝি
শক্ত হাতে হাল।
নদীর ওপার একটা সবুজ
ঘাস বিছানো মাঠ,
মায়ায় ভরা হাতছানি তার
ছাড়তে বলে ঘাট।
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে
মাঝির গানের সুর,
মৃদুমন্দ হাওয়ায় এ মন
হারায় অচিনপুর।
মাঝ নদীতে মাঝির সাথে
মনের সুখে ভাসি,
আঁধার ঢাকা জলের বুকে
আলো রাশি রাশি।
ঢেউয়ে ভাসা হংস মিথুন
তারাও থাকে পাশে,
মাঝির সাথে মাঝ নদীতে
বাঁচবো নতুন আশে।