সুখ নিদ্রায় মগ্ন নগরী
সুনসান এক নিস্তব্ধতায়,
পথের ধারে শীতে কাঁপা শিশু
আর্তনাদ করে যন্ত্রণায়।
হাহাকার করে অসহায় জননী
কোলের শিশু যে বাঁচে না আর,
কোথায় আছো মানবতা তুমি
এসো ফিরে আজ আরেকটিবার।
চেয়ে থাকে সব ফ্যালফ্যাল চোখে
নারী শিশু আর বৃদ্ধের দল,
শীতে যে তাদের জীবন প্রদীপ
যেতে বসেছে অস্তাচল।
সুখ নগরের সুখী নাগরিক
বাড়াবে কী আজ তোমার হাত,
ফেলে দেয়া তোমার দুটো পয়সায়
বাঁচুক না হয় অস্পৃশ্য জাত!