থামতে হবেই এবার, থামার সময় এখন
কথার মালায় চলবে না, জেনো তুমি সুখন।
পথে নামো নিজে আগে, তারপর ডেকো,
বুকের মাঝে প্রত্যয় ঠিকঠাক রেখো।
জল ভেজা আঁখি দিয়ে পেট কিগো ভরে?
কর্মীর হাত গড়ো সমাধানের তরে।
মিঠা মিঠা বুলি দিয়ে যায় কেটে সময়,
দিন শেষে ফলাফল শুন্যেই রয়।
হাতে হাত রেখে চলো মাঠে নেমে যাই
কথা নয়, কাজ দিয়ে সময়কে বদলাই।
থামতে হবেই এবার, থামার সময় এখন
কথার মালায় চলবে না, জেনো তুমি সুখন।