কথা ছিল তোমার শোনাবে আমায়
ভালবাসার এক সাতকাহন,
কথা ছিল তোমার আমাকে নিয়ে
ভালবাসার সাগরে করবে অবগাহন।
কথা ছিল তোমার দেবে না তুমি
ব্যথা কখনো সরল প্রাণে,
রেখেছো কি বলো তোমার কথা
রেখেছো কি আমায় তোমার মনে?
কথাগুলো ছিল কথার কথা,
ব্যথাগুলো ছিল নির্ভূল,
কাঁটার আঘাতে রক্তাক্ত হয়েও
তোমাকে দিয়েছি ফুল।