আমি এক অসহায় মা, হতদরিদ্র ছিন্নমুল
এই আমার বর্তমান পরিচয়,
ক্ষুধার্ত সন্তানের করুণ চাহনি আর চোখের জল
দেখতে দেখতে হৃদয় হতে থাকে ক্ষয়।
আপন জঠরের জ্বালা সয়ে যাই আমি হাসিমুখে,
কিন্তু সইতে পারি না ছোট্ট জঠরের যন্ত্রণা;
নিরুপায়ে যখন হাত বাড়াই আমি তোমাদের দ্বারে
জাতের বিচারে সবাই দিয়ে যায় শুধু গঞ্জনা।
হন্যে হয়ে খুঁজি আমি ঈশ্বর ভগবান আর আল্লাহর
আবাসস্থল, দেখতে চাই আমি কোথায় বসত তার;
জানতে চাইবো আমি করজোড়ে তার কাছে, বলো,
ঈশ্বর ভগবান আল্লাহ কোন নামে জুটবে নিরন্নের আহার?