কলির যুগে কলির খবর পত্রিকাটা জুড়ে
এক যুবতী এক যুবকের মন নিয়েছে কেড়ে।
চুরির দায়ে বসবে বিচার কাঠগড়াতে ভাই
কলির যুগের কলির খবর জানিয়ে দিয়ে যাই।
পুকুর চুরি, সাগর চুরি, চুরির শত ধারা,
কোন ধারাতে মন চুরি হয় পুলিশ দিশেহারা।
খুঁজতে ধারা হন্যে হয়ে হেথায় সেথায় ঘোরে,
মন পবনের বৈঠা বেয়ে কেউবা হাওয়ায় ওড়ে।
মনটা ছিল শুধু তারই সন্দেহ নেই তায়
অন্যে তবে কেমনে খেলে মনটা নিয়ে হায়।


১০/০১/২০১৮ খৃঃ তারিখে পত্রিকায় প্রকাশ ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এক যুবক থানায় অভিযোগ জানিয়েছে এক তরুণী তার মন চুরি করেছে।