উচিৎ কথা কইতে মানা
সেই আমলে ছিলো আমার,
এই আমলে ভেবেছিলাম
মিলবে সুযোগ ভাব জমাবার।

সেই সুযোগের গুড়ে বালি
ভোল পাল্টানো দলের ঠ্যালায়,
উচিৎ কথা কোণঠাসা ফের
কোল বদলের দারুণ খেলায়।