কুকুরের মতো লেজ গুঁটিয়ে
গাঁইগুঁই কেন করি না,
মরার আগে শতবার কেন
মরতে মরতে মরি না।
টুটি চেপে ধরে রুদ্ধ করে
যুদ্ধকে চায় থামাতে,
মাথা উঁচু করে পথ চলাতে
মেজাজ তাদের গামাতে ।
কৈ মাছের প্রাণ খৈ ফোঁটাতে
যুদ্ধে অবিরত,
গুষ্টি কিলাই তাদের আমি
বানায় যারা ক্ষত ।
২১/১০/২০১৮