বাংলা কবিতা ডটকমের 'কবি সম্মেলন ২০২৪' বিষয়ে প্রস্তাবনাKobi Sommilon 2024
এ বছর ভারতবর্ষের ত্রিপুরায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলা কবিতা ডটকম-এর দুই বাংলার কবিদের মিলনমেলা যা কবিদের মাঝে গড়ে তুলেছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালবাসার বন্ধন। প্রতিটি মিলনমেলাই কবিদের মনে জাগরণের সৃষ্টি করে, দৃঢ় করে আত্মিক বন্ধন। আর এই আত্মিক বন্ধনই কবিতাকে করে আরো বেশী বেগবান। আর এর জন্য চাই এরকম মেলার ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য ২০২৪ সালে ভাষা মাসে অর্থাৎ ফেব্রুয়ারি'২৪ মাসের কোন একটি সুবিধাজনক তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সুন্দর ভেনুতে পরবর্তী "বাংলা কবিতা ডটকমের "কবি সম্মিলন ২০২৪" আয়োজন করলে কেমন হয়? আমার মনে হয় এমন আয়োজন হলে মিলনমেলার ধারাবাহিকতাকে ধরে রাখার সাথে সাথে বাংলা কবিতার কবিবৃন্দ যে একটি পরিবার সেই প্রত্যয়টি, বন্ধনটি আরো বেশী দৃঢ় হবে। তাই আমি প্রস্তাব করছি দুই বাংলার কবিদের নিয়ে আগামী ফেব্রুয়ারি'২৪ মাসে ঢাকার মনোরম পরিবেশে পরবর্তী সম্মিলন করার। এই প্রস্তাবনার বিষয়ে সকল কবিদের মতামত কামনা করছি।
আলোচনাটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/০৯/২০২৩, ০৩:৫১ মি: