আমি নাকি স্বভাব কবি, বলছে তারা এমনটাই;
স্বভাবদোষে যায় না অভাব প্রবাদটাতে মিথ্যা নাই।
অভাব আছে স্বভাব মাঝে, আসলে তা সত্য নয়;
যদি মারে কিলিয়ে ভূতে, সুখে থেকেও পাচ্ছি ভয়!
কবি নাকি ভাব বাগানে নাটাই ছাড়া ঘুড্ডি হয়,
কবির জীবন শুধুই ফাঁকি, লক্ষ্যবিহীন রক্তক্ষয়।
কবি মানে আমড়া কাঠের ঢেকি ছাড়া কিচ্ছু না,
কবি মানে ছন্নছাড়ার আকাশ কুসুম কল্পনা।
কবি মানে জীর্ণ জীবন, কবি মানে অকর্মা,
কবি মানে অপাংক্তেয়, ভাঙা কুলোয় ছাই জমা।
কবির ছবি আমার মনেও এঁকেছিলাম এই রঙে,
আজকে আমি নিজেই কবি, নিত্য নতুন রঙ ঢং-এ।
কিন্তু আমি অকর্মা নই, আমিও যে ভাত রাঁধি,
রান্না শেষে রাঙা ফিতেয় আমার খুকীর চুল বাঁধি।
বাজার করি সদাই করি, আরো করি অনেক কাজ,
তবে কেন কবি নামে আমায় তোমরা দেবে লাজ?
কবি শুধু কল্পনা নয়, জীবনটাকে সেও দ্যাখে,
প্রতিবাদ নয় প্রতিরোধের নতুন নতুন ছবি আঁকে।
আজকে থেকে লাজ হারালাম, ছেড়ে দিলাম পিছুটান
কবি হয়েই গাইবো আমি সাফল্যের এক নতুন গান।