অনন্ত গোস্বামীকে নিবেদন করলাম -
সবাই যদি গল্প লিখে
কল্পলোকের দেশে,
কাব্য তবে বসবে কোথায়
ভাব জগতে এসে?
মুছবে আঁখি খুব গোপনে
ছন্দ তালের দল,
কেন গেলি আমায় ফেলে
গোস্বামী তুই বল।
গাল ফুলাবে কাব্যমণি
নিদ্রা আহার ছেড়ে,
অনন্ত দার রাতের ঘুমটা
নিশ্চিত নেবে কেড়ে।
থাক কবিতা থাকুক না হয়
কষ্ট ব্যথাই দিয়ে,
নতুন করে কী আর হবে
গল্প সাথে নিয়ে?