থৈ থৈ থৈ জলের ধারে হিজল ফুলের মেলায়
ইচ্ছে করে যাই ভেসে যাই কেয়াপাতার ভেলায়।
মাথার উপর উড়ে যাওয়া সাদা কালো মেঘে
ইচ্ছে করে যাই হারিয়ে তাবৎ কিছু রেখে।
টাপুর টুপুর জলের গানে মন মানে না বাঁধা
এলোমেলো হাওয়া লাগায় চক্ষে মুখে ধাঁধাঁ।
কী আর হবে এত ভেবে আগে পরের কথা,
যাক চলে যাক চুলোয় যত আছে কষ্ট ব্যথা।
ফিরবো না আর পেছন দিকে, করুক ডাকাডাকি;
ঘাসের বনের শিশির জলে ঘাপটি মেরে থাকি।
আপন মনে যাই বলে যাই যা যা মনে আসে,
ঘাস ফড়িংও সে সব শুনে খিলখিলিয়ে হাসে।