পথ ভোলা পথিকের বেশে
ঘুরে বেড়াই দেশ থেকে বিদেশে,
খুঁজি তারে দেখবো বলে
দূর আকাশের নীল অস্তাচলে।
খুঁজি তারে দূর গহীন ঘন বনে
কাটে সময় অপেক্ষার প্রহর গুনে।
কাঁদে মন পেয়ে হারানোর ব্যথায়,
জানি না হারিয়েছি কবে কখন কোথায়?
খুঁজি তারে আকাশ পাতাল এক করে
বিছিন্নতার ব্যথায় হৃদয়ে রক্ত ঝরে।
হঠাৎ ওঠা ঘুর্ণি ঝড়ের ধুলোর মধ্যিখানে
বেগতিকে ঘুরতে থাকি সব ভুলে একমনে।
অথচ আছে সে আমারই অন্তরের অন্তঃস্থলে
দেখি না তবু তারে অন্তরের চোখ খুলে।