অল্প জলে গল্প মেশাও
মেশাও চিনি নুনে,
খাচ্ছে ক জন বলতে পারো
বলতে পারো গুনে ?
গল্পে মেশাও পাঁচ মিশালী
মশলা গুড়ো করে,
নিচ্ছে না তাও, ভাবছো বসে
কেমনে পাঠক ধরে?
গল্পে ছিল একটু তেতো
একটু নুনে পোড়া,
নিন্দুকে কয় গল্প ভরা
যুক্তি সবই খোঁড়া।
অল্প জলের গল্প এখন
পায় না বাজার তেমন,
ঘোলা জলে মাছ ধরাতে
সুখ পাওয়া যায় যেমন।