****২৪ বছর পর দেখা বন্ধুকে নিয়ে হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা কথাগুলো কবিতা হয়ে গেলো। জেসমিন ফুলের নাম নিয়ে সে ফুলের মতোই সুন্দর আর পবিত্র।
          
বন্ধুরে তোর চোখের তারায়
আলোর কণা নাচে,
বন্ধুরে তোর টোল ফেলা গাল
বল তো কারে যাচে?
কেমন করে হাসিস রে তুই
মিষ্টি অমন করে,
রাতের তারাও মুখ লুকাবে
ঈর্ষায় জ্বলে মরে।
বন্ধুরে তুই পূব আকাশের
ঝলমলে এক আলো,
ভরা পূর্ণির চাঁদ হয়ে যায়
তোর পাশে ঘোর কালো।
ফুল বাগানে হাসুক কলি
ডাকে ডাকুক অলি,
সাত সাগরের এপার বসে
কেমনে তোরে ভুলি?