কি কথা তুমি বলিতে ব্যাকুল
হে ক্লান্ত পথিক,
কি খুঁজিতে ছুটিয়াছো তুমি
ভুলিয়া দিগ্বিদিক?
বসিয়াছিলে খেলিতে তুমি
আপনারে ভুলিয়া হায়,
বুঝিতে পারো নাই, বুঝিতে পারো নাই
বেলা যে বহিয়া যায়।
সম্বিৎ ফিরিয়া চমকিয়া দ্যাখো
কেহ নাই আশেপাশে,
নিঃসঙ্গ এই বালুকাতটে
আসিবে না কেহ কাছে।
বলিতে চাহো কতশত কথা
মনে যাহা ছিল চাপা,
কেহ শুনিবে না, কেহ শুনিবে না
তোমার অব্যক্ত ব্যথা।