কিছু কথা কিছু গান
কিছু মিছে হাসি,
হাতে নিয়ে আজো বলি
জীবন তোমায় আমি বড্ড ভালবাসি।
রেখে দেই লুকিয়ে
চেপে রাখা ব্যথা,
চোখে মুখে উচ্ছাসে
বলে যাই জীবন জয়ের কথা।
জীবনের কিছু জয়
কিছু পরাজয়,
সাথে নিয়ে পথ চলি
লক্ষ্যে ছোটায় নেই কোন ভয়।
এই চলা এই হাসি
মূলধন আমার,
কে কে যাবে সাথে বলো
চলবে না কোন গল্প শুধু থেমে যাবার।