আঁধার রাতে মায়াবী ডাকে
আনচান করে মনটা,
ছুটে যেতে চায় সব ফেলে তাই
সাথে নিয়ে কাশবনটা।
আকাশের বুকে বিছিয়ে আঁচল
তারাগুলো বলে কাছে আয়,
চঞ্চলা মন ডানা মেলে দিয়ে
বাতাসের সাথে ভেসে যায় ।
ভাবনাগুলো হঠাৎ করে
আছড়ে পড়ে মাটিতে,
বুঝতে পারে ভুল করে সে
ঢুকলো শিয়ালের ঘাঁটিতে।
হুক্কা হুয়া হুক্কা হুয়া
সাদর সম্ভাষণে,
কল্পনারা পালিয়ে গিয়ে
ভয় ঢুকেছে মনে।
আর যাবে না নদীর কাছে
দেখবে না আর কাশের বন,
বোঝে নি সে আসতে পারে
শিয়াল পালে দশ জন।
ফন্দি এঁটে বুদ্ধি দিয়ে
হিন্দি গানের ঝংকারে,
তাড়িয়ে দিয়ে শিয়ালের দল
বীরের বেশে আসে ফিরে।