কাঁদে ওরা কাঁদুক না ভাই
ও সব আমার ভাবনা নয়,
দেশদরদী জননেতা
ভাবুক যদি ভাবতেই হয়।
আমার শাড়ীর ব্র্যান্ডটা হবে
কুসুমকলির কুষ্টিতে,
কান্না হাসি বুঝি না ভাই
হাল ফ্যাশন চাই মুষ্ঠিতে।
এই দুনিয়া দু দিন মোটে
সময় হাতে খুবই কম,
ফুর্তি ছাড়া আর কী আছে
কল্কে নেশায় একটু দম।
মানের সাথে হুশের যোগে
তবেই নাকি মানুষ হয়,
মানের হুশের বিচ্ছেদে আজ
পশু পাখীও পাচ্ছে ভয়।