বুক দেখায় না
মুখটা দেখায়
নামটা তবু ফেসবুক,
সময় খাদক
সময় খেতে
ঝুলিয়ে রাখে লাগিয়ে হুক।
লাইক নামের
নকল সুখে
ছেলে বুড়ো কুপোকাত,
ঘর ছেড়ে যায়
স্বজন ভুলে
বাবা মায়ের মাথায় হাত।
জ্বলছে আগুন
পুড়ছে ঘর
দেখছে সবাই তামাশা,
দিশেহারা
মানুষগুলো
একটা ঘরে কোণঠাসা।
খুশী মনে
ভরছে পকেট
জুকারবার্গের জিন্দা ভূত,
চোরের সাক্ষী বাটপাড়েরা
বলছে শেষে
ফেসবুক না কি অচ্ছুৎ!