শোন ব্যাটা হাঁদারাম
চুপ করে থাক বসে,
ট্যা ফু করিস যদি
দেবো চড় গাল কষে।
আছে কি তোর ঝুলি ভরা
অর্থ বিত্ত যশ খ্যাতি,
বেশ ভূষাতে দেখায় তোকে
ভূখা রাজার ঠিক নাতি।
আমরা যারা সমাজপতি
বিদ্যা বুদ্ধি কম কিসে,
বাড়াবাড়ি করিস যদি
মরবি কিন্তু নীল বিষে।
শীর্ণ দেহে ছড়িয়ে দেবো
জীর্ণ ভরা দৈন্যতা,
দেখবি তখন স্বপ্ন কেবল
জীবনটা তোর ছেঁড়া কাথা।
বদল টদল এসব কথা
শুনতে লাগে বিদঘুটে,
যুগে যুগে বইবি তোরা
আমার পাপের সব মুটে।