কাশিতে কাশিতে যায়রে জীবন
গিটের কোলে ব্যথার বিষ,
কভিড বাবার থাবায় পড়ে
করছি কেবল ইসরে ইস!
এই বুঝি দেয় জোরসে থাবা
কেড়ে নিতে প্রাণ পাখি,
দেখবো না আর ভোরের আলো
মুদলে আমার এই আঁখি।
যুদ্ধ চলে তাহার সাথে
বাঁচা মরার শেষ লড়াই,
মানুষ নাকি ব্যাধির হবে
যুদ্ধ জয়ের শেষ বড়াই।
মরতে হবে দু দিন আগে
কিংবা ধরো দু দিন পর,
তবে কেন মরার আগেই
মরতে হবে বারংবার?
কভিড বাবা বেপরোয়া
করতে আমায় কূপোকাত,
যুদ্ধ শেষে থাকলে বেঁচে
ফুটবে আলো ঘুচবে রাত।