জঠর জ্বালা কঠোর বড়
আঁকড়ে যখন ধরে,
দম যেতে যায় দেহ ছেড়ে
মুক্তি বহু দূরে।
বাঘ ভাল্লুক আর হায়েনার থাবা
নয়রে এত কঠিন,
জঠর যখন মারে থাবা
অস্তিত্ব হয় বিলীন।
যায় না কওয়া কারো কাছে
সয় না যে সে আঘাত,
জঠর যখন মারবে থাবা
মৃত্যু জেনো নির্ঘাত।
এই মরণে মুক্তি যে নেই
তুষের অনল যেনো,
ধিকিধিকি জ্বলন ছাড়া
নেই কিছু আর কোনো।