নেতি কথা বলা বারণ আমার
আশার বাণী চায় শুনতে,
সত্যটাকে মাটি চাপা দিয়ে
পারি না যে তারা গুনতে।
দেখেও দেখি না শুনেও শুনি না
মোটা চামড়ার গল্প,
শুনিয়ে শুনিয়ে শুনিয়ে বলে
শিখে নাও অল্প অল্প ।
তোতা, ময়না চেনো না তুমি
কিংবা পোষা কুকুর,
পোষ মেনে নিতে তৈরী থেকো
এড়াতে কঠিন মুগুর।
ইনসান বলে লাফালাফি করো
ইনসান মানে জানো?
জন্ম তোমার আজন্মের পাপ
মানো আর না মানো।