বিদ্রোহী মন চিৎকার করতে চাইলেও
ভয়ে ভয়ে নিজেকেই নিজে বলি চুপ,
কারণ আমি দূর্বল শক্তিহীন এক সত্তা
বিপদ দেখলে নির্ঘাৎ দিতে হবে ডুব।
তারপরো পিশাচের পৈশাচিকতায়
গা গুলিয়ে আসে, ইচ্ছে করে
উগরিয়ে দেই তাবৎ ঘেন্না ওদের গায়ে।
পারি না কিংবা বলতে পারো
পারতে দেয়া হয় না আমায়,
কারণ আমি যে শক্তিহীন, দূর্বল এক সত্তা
হিসেবে জন্মেছি এই নষ্ট জামানায়।
হতে পারি আমি দূর্বল ভীরু আর তটস্থ এক প্রাণী
হতে পারি হয়তো সুবিধাবাদী কোন কীট,
মানুষের আকৃতির ঐ নরপশুগুলোর নারকীয়তায়
ছিন্নভিন্ন হওয়া সমাজটাকে দেখে ইচ্ছে করে
চিৎকার করে বলি ধিক তোমাকে ধিক।
ইচ্ছে করো আরো অনেক কিছুই করতে
ইচ্ছে করে...... কিন্তু হয় না কিছুই করা,
কি জানি আমারো ঘরে আছে যে কন্যা
শকুনের পাতা ফাঁদে খোদা না করুন
যদি পড়ে আরো কোনো অভাগী মায়ের সন্তান ধরা।