গোলামী করে গোলাম হয়েছে
অকালে মরেছে বিবেক,
ভয়ে ভয়ে থেকে সুযোগ খুঁজে
সুযোগে ধরেছে ভেক।
চাকরের আর নেই কিছু আজ
নতুন করে বলার,
ল্যাঙড়া পায়ে খুঁড়িয়ে হাঁটে
নেই জানা পথ চলার।
তারপরও তার বুকের ভেতর
চিনচিনে এক ব্যাথা,
ন্যায়ের পক্ষে যদি বলা যেতো
অন্তত দুটি কথা।