* আসর কবি নায়ার সুলতানা লাবণীকে উত্সর্গ করছি।


সদা হাসি মুখখানা তার দেখে ভাবি আমি
তাহার মতোন হতাম যদি আহা অন্তর্যামী!
খিলখিলিয়ে হেসে ওঠে, ছোটায় চপল হরিণ
বিস্তৃত এক হৃদয়ে তার, নেই যে কোন ঋণ!

তাহার বুকেও দুঃখ আছে, আজব লাগে শুনে
ভেবেছিলাম দিন কাটে তার সুখের ঢেউ গুনে!
হঠাৎ দেখি ছলাৎ ছলাৎ বইছে জলের ধারা,
বুকের চাপা ব্যথাগুলো ছুটতে পাগলপারা!  

কেউ দেখেনি কেউ বোঝেনি কষ্ট যে তার কত,
হাসি দিয়ে রেখেছিল ঢেকে সে তার ক্ষত।
রঙে ভরা ঢং এর জীবন দেখি চেয়ে চেয়ে,
জীবন নদী এমনি ধারায় যায় যে শুধু বয়ে।

দেখে দেখে ভাবি কেবল জীবন বুঝি এমন?
হাসির আড়ে বুকের ভেতর চলে রক্তক্ষরণ।
যাক কেটে যাক এমনি করে ঢেকে দুঃখের পাহাড়
হাসির আড়েই কান্নাগুলো মুছে যাবে তাহার।