বেশভূষায় কেতাদুরস্ত নারী ভাবে
পেয়ে গেছি বুঝি সব,
আধুনিকতার লেবাসে পরিচয়হীন
মৃত জীবন নিয়ে হয় সে পরাভব।
তারপরো খোঁজে না সে
আপন অস্তিত্ব,
নিশ্চিত জীবন কাটাতে কখনো
হারিয়েই ফেলে নিজস্ব সত্ত।
সমাজের সমাজপতিরা
এঁকে দেয় তার গন্ডী,
একচুল এদিক সেদিক হলেই
দিতে হয় নারীকে তার দন্ডি।
ইচ্ছেয় চলো ইচ্ছেয় বলো
ইচ্ছেয় হবে সতী,
অনিচ্ছাতে আস্তাকুঁড়েতে
ছুড়ে দেয় সমাজপতি।
তবুও নারী ঘুমের ভানে
নিজেকে রাখে নির্লিপ্ত,
তারপরও নারী জোর লাথি খেয়ে
হয় না কখনো ক্ষিপ্ত।
আর কতকাল! আর কতকাল!
মার খাবে পড়ে পড়ে?
বাঁচার তাগিদে জাগ্রত হয়ে,
উঠে বসো নারী এবার নড়েচড়ে।