চামচামিতে বেজায় খুশী
উচিৎ কথায় মুখ বেজার,
কি দায় আমার হবো তোমায়
দিন রাত্রির চাটুকার?
সায় যদি দেই সব কথাতে
আমি তখন বেশ ভালো,
উল্টোপাল্টা চলছো শুনলে
মুখটা যে হয় মেঘ কালো।
আমার পিঠে পাড়া দিয়ে
আকাশটাকে দেখতে চাও,
বিপদ দেখলেই সটকে পড়ো
যেন তুমি ফিডার খাও!
ইঁদুর বেড়াল খেলা তুমি
অনেক অনেক খেলেছো,
পুকুর চুরি করেও দিব্যি
সিনা টেনে চলেছো।
ভোলো এবার ভোলো তুমি
অতীতের ঐ দিনগুলি,
হাঁদারামের মতো আমি
মিষ্টি কথায় আর ভুলি?