হবে না আর কক্ষনো যে
এই জীবনে এমনতরো,      
শুনবে না আর এই জীবনে
গল্প কোনো নতুন কারো।      
    
মন মানে না নিয়ম বাঁধা
শাসন বারণ চোখ রাঙানি,
ঘুমের দেশে পাখনা মেলে
যায় উড়ে সে কোথায় জানি।      

সময় বয়স দুটোই যে আজ
নেই কিছু আর তোমার হাতে,      
মন ওড়ালে মেঘের দেশে
সায় দেবে না সমাজ তাতে।

হাজার কথার শব্দ নিয়ে
পথ চলে সে একলা পথে,
লাভের চেয়ে ক্ষতিই বেশি        
হলে দেখা "তাহার" সাথে।    

হয় কী আর কিচ্ছুটি তার
তাহার মনের ইচ্ছে মতো,
দেখাও হলো কথাও হলো
হলো মনে ছোট্ট ক্ষত।

ইচ্ছে করে গল্প শোনার
ইচ্ছে করে গান শোনাবার,
ইচ্ছে করে অবুঝ মনের
হাতটি ধরে পথ পেরোবার।

ইচ্ছেগুলোর মরণ হবে
আতুর ঘরের অন্ধকারে,
জেনে বুঝেও ইচ্ছে কেন
আসছে মনে বারে বারে?