ইচ্ছে করে বলতে আমার
জীবন ভরা গল্প সব,
ইচ্ছে করে শুনতে আমার
ভোরের পাখির মিষ্টি রব।
ইচ্ছে করে জানতে বড়
কেমনে পেরোয় রুদ্ধ পথ,
পথ পেরিয়ে ইচ্ছে করে
খুঁজতে আমার বিজয় রথ।
ইচ্ছে করে আকাশ ছুঁয়ে
স্বপ্নগুলো যাক উড়ে,
ইচ্ছে করে বাঙলা আমার
থাকুক সবার মন জুড়ে।
ইচ্ছে করে দেখতে হাসি
ছোট্ট শিশুর মুখ ভরে,
ইচ্ছে করে জানতে আমার
জ্বলছে আলো কোন ঘরে।
ইচ্ছে করে জ্বালতে আলো
আধাঁর ঢাকা দেশটাতে,
ইচ্ছে আমার সত্যি হবে
সম্মিলিত চেষ্টাতে।