**বিভূতি দাকে নিবেদন করলাম, ভাবনার যোগানটা যে তিনিই দিলেন।
    
বকুল ফুলের সুবাস ভাসে
হাসে গন্ধরাজ,
জলের ছায়ায় এ কী দেখি
অপরূপ এক সাজ!
বুলবুলিটা দুষ্টু ভারী
হঠাৎ ওঠে ডেকে,
জলের ছায়া হারিয়ে গেলো
কোন অজানা বাঁকে?
মন পবনে ঝড় বয়ে যায়
জলের ছায়ার খোঁজে,
সাঁঝবেলাতে উদাস মনের
ভাষা কে আর বোঝে।
বকুল তলায় রিনিকঝিনিক
কাঁচের চুড়ির সুরে,
এলোমেলো হৃদয় আমার
হারায় বহু দূরে।