জুজুর ভয়ে কুজোর বেশে
এই দুনিয়ার বুকে,
পথ চলেছি একলা আমি
কেবল ঠকে ঠকে।
জীবন পথের বাঁকে বাঁকে
হরেক রঙ এর ফুল,
দেখা ছোঁয়ায় বারণ মানায়
হয় নি কোনো ভুল।
ইচ্ছে হতো নীল আকাশের
ঐ না সাদা মেঘে,
উড়ে বেড়াই ঘুরে বেড়াই
অঙ্গে আবীর মেখে।
হয় নি করা কিছুই যে তার
চোখ রাঙানির ভয়ে,
ইট পাথরের চার দেয়ালে
জীবন গেছে ক্ষয়ে।
হঠাৎ হলো বোধের উদয়
কিসের এত ভয়?
বারে বারে মরণ কি আর
এক জীবনে সয়?