হলোটা কিরে, হলোটা কিরে, হলোটা কিরে আজ;
আহার নিদ্রা উবে গিয়ে পড়লো মাথায় বাজ।
আসন ছেড়ে সিংহ মামা গেলেন বনের পথে,
দূর্গা কালী লক্ষীরা আর চড়বে না তো রথে।
ঘোড়াশালের ঘোড়াগুলো, হাতিশালের হাতি
ডাক দিয়েছে শেকল ভেঙে হতে মুক্তির সাথী।
মুকুট গেছে হাওয়ায় উড়ে, শুন্য রাজার মাথা,
রাজা রাণীর গল্প এখন অলীক কাব্য গাঁথা।
মাটির ঘরে চাটি পাতা, সানকি ভরা ভাত
রৌদ্রে পুড়ে ফসল ফলায়, কিষাণ সেরা জাত।
ঝোড়ো হাওয়ায় বৃষ্টি জলে ভিজে জেলে ভাই
জাল ফেলে সে আনলে ধরে রুপোর ইলিশ পাই।
খাঁদে ভরা নয় রে সোনা, এরাই আসল গিনি,
বাঙলা মানে সবুজ শ্যামল, বাউল গানে চিনি।
রাজা রাণীর কেচ্ছা যা যা সবই এখন চুলোয়,
বোকা পেয়ে খোকা ভেবে উল্টোপাল্টা ভুলোয়।