থামতে হবে কোথায় লেখা
কোন সে কিতাবে,
নাই বা হলো মতে পথে
তাই সে কিলাবে?
আপন বলে এতই আপন
ভুলবো নিজেকে?
সবার আগে বলবে কথা
আপন বিবেকে।
কি করেছি ভুলটা বলো
ভালোবাসা ছাড়া,
হলাম না হয় ভালোবেসেই
ভালোবাসা হারা।