একা একা ভাবি
কি আমার হবি,
কি করতে লাগে ভালো?
তেল জল রঙ
আরো কত ঢং,
আরো কত হাবিজাবি।
বই পড়া নাকি
পেরেক ঠোকাঠুকি,
নাকি লাগানো গাছ?
গানটান শুনি
দু চার করে গুনি,
আরো আছে কি ভাবি।
হবি খুঁজে খুঁজে
কিছু না বুঝে
হয়ে যাই শেষে আঁতেল!
বুঝি না বুঝি
কিছুতো খুঁজি,
এইবা কম কিসে?
এলেবেলে গজা
গোঁজামিলে মজা,
হোক ফলাফল শূন্য!