মায়ের কোলে কান্না দিয়ে শুরু
কান্নায় হবে শেষ,
করেছি কি আমি এমন কিছু কাজ
রয়ে যাবে যার রেশ?
ভোগ বিলাসিতায় কাটাবো বলে
কত কিছুই তো করেছি,
শেষকালে দেখি আপনার হাতে
আপন গলায় পিঞ্জর আমি পরেছি।
"হোক দেরী তবু যায় নি সময়"
ভাবনা থেকে শুরু করলাম,
আর্তের সেবায় স্বার্থক জনম
সেবকের পথ তাই ধরলাম।