ইচ্ছে করে তো অনেক কিছুই
মন প্রাণ খুলে বলতে,
ইচ্ছে করে সবুজের মাঠে
বেণী দুলিয়ে চলতে।
ইচ্ছে করে জলের গভীরে
টুপ করে ডুবে যেতে,
ইচ্ছে করে লাল শালুকে
নিজেকে সঁপে দিতে।
ইচ্ছে করে খোলা বাতাসে
এলোমেলো চুলের খেলায়,
ঘাসফড়িং এর সাথী হয়ে চলি
লাল নীল ফুলের মেলায়।
ইচ্ছেগুলোর মরণ হয়েছে
কবর হয়েছে কবে,
খুঁজে পাই নি হদিস যে তার
তন্ন তন্ন করে।