চুলোতে আগুন মনে মনে ফাগুন
তেলে জলে চলে ঝগড়া,
দখিনা হাওয়ায় এলোমেলো চুল
রান্নায় বুঝিবা বাগড়া।
ঝিরিঝিরি বয় মৃদু সমীরণ
ভিজে ওঠে সুখে এই আঁখি কোণ,
হলুদ থোকারা উঁকি দিয়ে যায়
হৃদয় আমার কোথা যে হারায়!
সবুজ সবুজ পাতার ফাঁকে
দোয়েল কোয়েল চড়ুই ডাকে,
ভাবি আমি কেবল আপনমনে
হবে তো মিতালী লঙ্কা আর নুনে?